ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ড. মুনাজ আহমেদ আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সারাদেশে আইইবির কেন্দ্রসমূহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সারাদেশে ৮০০০ (আট হাজার) নিবন্ধিত সিভিল ইঞ্জিনিয়ার ভোটার রয়েছেন।
    
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) রাতে আইইবি’র নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী থেকে  বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
     
বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সারাদেশের সিভিল ইঞ্জিনিয়াররা সংযুক্ত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিঁনি।
 
আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, মুজিব বর্ষে সকল সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে মুজিব বর্ষ উদযাপন করা হবে।
 
অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর আগে আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চেয়ারম্যান এবং বেশ কয়েকবার সেন্ট্রাল কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। 

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ উপাচার্যের দায়িত্ব পালনের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটির) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন । তিঁনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের অন্যতম সদস্য। 

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায়  উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ পরিবার। শুভেচ্ছা জ্ঞাপনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিডিইউ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি